চাঁদপুরে ৩৮৬ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ 

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা পরিষদ এর পক্ষ থেকে ৩৮৬জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে “মাননীয় প্রধানমন্ত্রীর উপহার” হিসেবে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী তুলে দেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও আবিদা সুলতানা প্রমূখ।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রান সামগ্রীতে ছিলো- চাল ১০কেজি, আলু ২কেজি, পেঁয়াজ ২কেজি, লবন ১কেজি, ডাল ১কেজি, ও চিনি ১ কেজি।
ফম/এমএমএ/