![](https://www.focusmohona.com/wp-content/uploads/2024/12/BANDU-10-300x200.jpg)
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে এসব চেক প্রবাসী ও পরিবারের সদস্যদের হাতে তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রাশেদুল হক চৌধুরী ও প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।
এ সময় এনআরবিসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এসব অনুষ্ঠানের আয়োজন করে।
এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়-প্রবাস বন্ধু ঋন সেবা হতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার প্রবাসী মো. মনিরুল ইসলাম ও আমিনুল ইসলামকে ১ কোটি ৫০লাখ, হাইমচর উপজেলার মাজেদা আক্তারকে ১৪লাখ, নারগিসকে ৮লাখ টাকা, কচুয়ার সাচারের তাসলিমা বেগমকে ১৪ লাখ, নুর জাহান বেগমকে ১২ লাখ ৫০ হাজার, হাজীগঞ্জ বলাখালের মোহাম্মদ আইয়ুব আলী ৮লাখ এবং ফরিদগঞ্জ উপজেলার সালমা আক্তারকে ৫ লাখ টাকা ঋণ দেয়া হয়।
এছাড়াও সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের পরিবারকে সম্মাননা প্রদান, প্রবাসী কর্মীর মেধাবী সন্তান ও প্রতিবন্ধী সন্তানদের মাঝে চেক বিতরণ করা হয়।
এর আগে দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। দিবস উপলক্ষ্যে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় প্রবাস মেলা।