চাঁদপুরে ২০ গ্রামের মানুষের জন্য প্রবাসী অর্থয়ানে ব্রিজ নির্মাণ

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বোয়াল জুড়ি খালের ওপর ১০ লাখ টাকা ব্যয়ে ২০ গ্রামবাসীর কষ্ট লাগবে ব্রিজ নির্মাণ করেছেন ওমান প্রবাসী দুলাল মোল্লা।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসীদের সাথে নিয়ে খুবই আনন্দঘন পরিবেশে ফিতাকেটে ব্রিজের উদ্বোধন করেন ওই প্রবাসী।

ব্রিজটি নির্মাণের ফলে দুই উপজেলার হাজার হাজার বাসিন্দা উপজেলা সদরে যাতায়াত সহজ এবং শিক্ষর্থীসহ অন্যান্য লোকজনের চলাচলের পথ সুগম হলো।

স্থানীয় বাসিন্দারা জানান, হাজীগঞ্জ-কচুয়া দুই উপজেলার সীমান্ত এলাকা বোয়াল জুড়ি খালের ওপর বহু বছরের পুরনো ব্রিজটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিলো। গেল বছর ২৪ ডিসেম্বর মাঝখানের অংশ হঠাৎ ভেঙে খালে পড়ে যায়। যার ফলে দুই পাড়ের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

হাজীগঞ্জ কালচোঁ ইউপির সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, কয়েক দশক আগে জেলা পরিষদের অর্থায়নে এখানে একটি উঁ”ু ব্রিজ নির্মাণ হয়। ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় হঠাৎ মাঝখানে ভেঙে যায়। যার ফলে এলাকার সব শ্রেণি পেশার মানুষ দুর্ভোগে পড়েন।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ব্রিজটি নির্মাণ হওয়ায় স্থানীয় কয়েক হাজার মানুষ উপকৃত হবে। প্রবাসী দুলাল মোল্লার প্রতি গ্রামবাসী কৃতজ্ঞ।

প্রবাসী দুলাল মোল্লা বলেন, মানুষের দুর্ভোগ দেখে ব্রিজটি নির্মাণ করেছি। এখন মানুষের কষ্ট লাঘব হবে। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম