চাঁদপুরে ২টি পাইপগানসহ ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

চাঁদপুর :  চাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় ২টা দেশীয় পাইপগানসহ ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২২ মার্চ) রাত ১০ টায় শহরের আক্কাস আলী রেলওয়ের একাডেমীর পাশের পদ্মা ওয়েল ডিপোর বিপরিত পাশের পুকুর পাড়ে স্যাম্পনি মোবাইল কোম্পানির বি-৭০ মডেল ও টেস্টমি ট্যাং এর খালি প্যাকেটের মধ্যে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়।

জানা যায়, শহরের আক্কাস আলী রেলওয়ের একাডেমীর পাশের পদ্মা ওয়েল ডিপোর বিপরিত পাশের পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় স্যাম্পনি মোবাইল ফোনের বি-৭০ মডেল ও টেস্টমি ট্যাং এর খালি প্যাকেটের মধ্যে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়। চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) মাজহারুল হক সংঙ্গীয় সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অস্ত্রগুলোর মধ্যে ১৪ ও ১২ ইঞ্চি সাইজের দুটি পাইপগান, ১০ টা শিষা কার্তুজ ও ৪ টা রাবার বুলেট রয়েছে।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাজহারুল হক জানান, পরিত্যাক্ত অবস্থায় ২টা পাইপগানসহ ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম