চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে টাস্কফোর্সের অভিযানে নিষিদ্ধ জালে জাটকা ধরার আটক ১৫ জেলেকে কারাদন্ড এবং ৪ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দিন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি বলেন, সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে শুরু করে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকা থেকে শুরু করে সদর উপজেলার মেঘনা মোহনার মিনি কক্সবাজার নামক স্থান পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমিরাবাদ এলাকা থেকে জাটকা ধরা অবস্থায় ১৯ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল।
তিনি আরও বলেন, আটক জেলেদের মধ্যে ৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমান এবং ৯জনকে ৭ দিন করে এবং ৬জনকে ১৫ দিনে করে কারাদন্ড প্রদান করা হয়।
অভিযানে ইলিশ প্রকল্প চাঁদপুরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/