চাঁদপুরে ১৪ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার পরিষদের উন্নয়ন তহবিল থেকে ও উপজেলা পরিষদের আয়োজনে সদরের ১৪ টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের (ছাত্রী) মাঝে  নিরাপদ স্বাস্থ্য সম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট ) বেলা ১১ টায়  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও উপজেলা চেয়ারম্যান  নূরুল ইসলাম দেওয়ান নাজিম  সদরের ১৪ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের (ছাত্রী) জন্য নিরাপদ থাকতে  স্বাস্থ্য সম্মত  স্যানিটারি ন্যাপকিন স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষক দের  হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এইচএম আহসান উল্লাহ,  মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি আবিদা সুলতানা, সাবেক প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক পারুল আক্তার প্রমুখ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম