চাঁদপুর: নদীপথে যাত্রী সাধারণের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ও এর আশপাশে নৌপরিবহন অধিদফতর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেছে।
বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌপরিবহন অধিদফতরের পরিচালক (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটনের নেতৃত্বে এ অভিযান চলে।
এ সময় নিয়ম বহির্ভূতভাবে চলাচলকারী ১৪টি নৌযান জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ নৌযানগুলোর মধ্যে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রলার ছিল। যেগুলোতে ঈদ আনন্দ করতে তরুণরা নদীতে ডিজেপার্টি করছিল। এ সময় ইকোসেটসহ ডিজেপার্টির ট্রলারগুলো আটক করা হয়।
এ ব্যাপারে নৌপরিবহন অধিদফতরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন বলেন, নৌ-মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা ঈদের সাতদিন আগে থেকে এবং ঈদের সাতদিন পর পর্যন্ত মোট ১৪ দিন নৌপরিবহন দফতর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে নিরাপদে বাড়ি যাওয়া এবং ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারেন তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এ অভিযান।
এদিকে নৌপথে বিশৃঙ্খলা এড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কোস্টগার্ড, কুমিল্লা র্যাব-১১ ও নৌ-পুলিশ সদস্যরা সতর্ক ছিলেন এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন।
ফম/এমএমএ/