চাঁদপুর : চাাঁদপুর মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪ কেজি গাজাসহ দুই যুবককে আটক করা হয়েছে।
আটককৃত যুবকরা হচ্ছে, চান্দ্রা ইউনিয়নের দক্ষিন বালিয়ার মরহুম শাহজাহান গাজীর ছেলে মো: সালাম গাজী(৩৭) ও কুমিল্লা এলাকার সদরের সুদনপুর পল্লীর সেকান্তর কাজী বাড়ির মরহুম আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৪২)।
সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে চৌরাস্তা এলাকা থেকে ১৪ কেজি গাজাসহ যুবকদেরকে আটক করেন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) মো. শাখায়াত হোসেন, মোহাম্মদ শহিদুল্লাহ্ ও মো: হেলাল উদ্দিন।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী বলেন, শহরের অদূরের এই চান্দ্রা ইউনিয়নে এখানকার কতিপয় ব্যক্তি মাদকের চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে ইউনিয়নের দূরনাম করছে চলছে। আমি একজন শহীদ পরিবারের সন্তাান হিসেবে চাই রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পুলিশ এ ইউনিয়নকে মাদকের ছোবল থেকে এলাকাকে মুক্ত করতে। এ মাদকের অভিযানে আমি সব সময় পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত আছি।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন, চান্দ্রা ইউউনিয়নের দক্ষিণ বালিয়া চান্দ্রা চৌরাস্তার পাশের জসিম মিজির বাড়ির সামনে পাকা রাস্তার মধ্য হতে মাদক ব্যবসায়ী ২ যুবককে ১৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। থানায় এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ফম/এমএমএ/