চাঁদপুরে ১৪ কেজি গাঁজাসহ মিনি ট্রাক আটক

প্রতিকী ছবি।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা চৌরাস্তা এলাকায় চেক পোস্ট বসিয়ে ১৪ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১১ আগষ্ট) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে দ্রুত গতিতে চালিয়ে যাওয়া এবং পরবর্তীতে রেখে যাওয়া মিনি ট্রাক ও গাঁজা আটক করা হয়।

শনিবার (১২ আগষ্ট) দুপুরে ঘটনার বিষয়ে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন হরিনা চৌরাস্তা এলাকায় চেকপোষ্ট করাকালে ডিবি পুলিশ ভাটিয়াল পুর হইতে হরিণা ফেরীঘাটগামী একটি নীল রংয়ের পিকআপ (ট্রাক) থামানোর সংকেত দিলে গাড়ীর চালক সংকেত অমান্য করিয়া দ্রুত গতিতে গাড়ি চালিয়ে হরিণা ফেরীঘাটের দিকে চলে যায়।

ডিবি পুলিশ উক্ত গাড়ীর পিছনে ধাওয়া করে হরিণা ফেরীঘাটে পৌঁছানোর আগে গাড়ীর চালক ও গাড়ীতে থাকা একজন সহযোগী ফেরীঘাটের সংলগ্ন রাস্তায় গাড়ীটি রেখে কৌশলে পালিয়ে যায়। রাস্তায় দাঁড়ানো গাড়ীটি তল্লাশী করে পিছনের বডির মধ্যে (১) ২টি কাগজের কার্টুনে ১৪ কেজি গাঁজা, (২) একটি মোবাইল সেট (৩) একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার পূর্বক জব্দ করে ডিবি পুলিশ।

তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামী ও গাড়ীর চালক সিপন সরদার (২৬), পিতা-মিরজন সরদার, মাতা-সিমা বেগম, সাং-পশ্চিম পাঁচখোলা, থানা-সদর, জেলা-মাদারীপুর, হেলপার এবং আলী কাজি (২১), পিতা-মোশারেফ কাজি, মাতা-রেকসানা, সাং-অজ্ঞাত, থানা-সদর, জেলা-মাদারীপুর বলে জানা যায়। পলাতক চালক ও সহযোগীর নাম-ঠিকানা যাচাইবাছাই পূর্বক গ্রফতারের নিমিত্তে পুলিশি অভিযান অব্যাহত আছে।

পলতক গাড়ি চালক ও সহযোগীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৩৮, তাং-১২/০৮/২০২৩খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬ (১) সারণির ১৯(খ)/ ৩৮/৪১ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। এ ধরনের অভিযান চলমান থাকবে।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ পরিদর্শক (নিঃ) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ কুমার দে এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম