চাঁদপুরে ১০ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর : চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের আলু বাজার ঘাটে অভিযান চালিয়ে ১০ মণ (৪০০ কেজি) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ঘাটে অবস্থানরত খুলনা থেকে আসা চট্টগ্রামগামী কমপোর্ট পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চিংড়িগুলো জব্দ করে কোস্টগার্ড টহল সদস্যরা।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও সদর উপজেলা মৎস্য বিভাগ আলু বাজার ফেরিঘাটে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় কমপোর্ট পরিবহনের বাস থেকে ৪০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে।

বিকেলে জব্দকৃত চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহাকরী জামিউল হোসেনের উপস্থিতিতে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম