চাঁদপুরে ১০ চোরাই অ্যান্ড্রয়েড মোবাইলসহ গ্রেফতার ১

চাঁদপুর: চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র বিশেষ অভিযানে ১০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইলসেটসহ মো. সুমন হোসেন (৩২) নামে ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর ডিবি পুলিশ কর্তৃক বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করাকালে কচুয়া থানাধীন ১০নং গোহাট উত্তর ইউনিয়নের পালগিরি সাকিনস্থ মোঃ আমিন উদ্দিন এর বসত বাড়ীতে সেমি পাকা বসত ঘর হতে একজন চোরাই মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় আটককৃত ব্যক্তি মোঃ সুমন হোসেন এর হেফাজত হতে বিভিন্ন মডেলের ১০টি চোরাই মোবাইল সেট জব্দ করা হয়।

পুলিশ সুপারের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এনামুল হক চৌধুরী এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইফুর রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল উক্ত অভিযান পরিচালনা করেন।

আটককৃত ব্যক্তি মোঃ সুমন হোসেন (৩২)কে’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উদ্ধারকৃত মোবাইল সেটগুলো কুমিল্লা ও চাঁদপুর জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতনামা চোরদের নিকট হতে কমমূল্যে ক্রয় করে বেশি মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে।

আটককৃত মোঃ সুমন হোসেন (৩২) এর বিরেুদ্ধে কচুয়া থানায় মামলা রুজুর নিমিত্তে ধারা-৪১১/৪১৩ পেনাল কোড এজাহার দায়ের করেন। মামলা রুজু প্রক্রিয়াধীন। উক্ত আসামীর সাথে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম ঠিকানা সংগ্রহ ও তাদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম জানান, অপরাধী যেই হউক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম