চাঁদপুরে হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকীতে জাতীয় পার্টির আলোচনা সভা

চাঁদপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  সাবেক রাষ্ট্রপতি  হুসেইন মুহাম্মদ এরশাদের ৪ র্থ মৃত্যু বার্ষিকীতে চাঁদপুর জেলা  জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) সকালে শহরের ষোলঘরস্থ পালকি বিউটি পার্লারে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া বলেন,আমদের চেয়ারম্যান এই বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ঘোষণা  করেছিলেন ।তিনি না হলে এদেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হতোনা।তিনি শুক্রবার সরকারি ঘোষণা করেছিলেন।দেশের উন্নয়নের স্বার্থে  উপজেলা পরিষদ গঠন করেছিলেন। তেমনি ভাবে হুসেইন মুহাম্মদ এরশাদ  এদেশে বহু উন্নয়নের রুপকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রাদৈশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মোল্লা বোরহান উদ্দিন।
চাঁদপুর  জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে ও  সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম (স্বপন) দেওয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন,শহর জাতীয় পার্টির সদস্য সচিব ফেরদৌস খান, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মিজানুর রহমান,মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ডিএম আলাউদ্দিন  মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান,  সাধারণ সম্পাদক  ছোহরাব মিয়াজী,  শাহরাস্তি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক  অ্যাড. শাহ জালাল, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আউয়াল মিয়াজী,  সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন হিরু,সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক শরীফ হোসেন পাটওয়ারী,হাইমচর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার, জেলা জাতীয় পার্টির সদস্য  গোলাফ খান, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ।
সভায় বক্তারা বলেন, আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ কি ছিলেন দেশের জন্য কি করেছেন তা দেশের মানুষ জানে।এখন আপনারা যারা দায়িত্বে আছেন তাদের কাজ হলো নেতার সেই সুনাম অক্ষূর্ন রাখা।সরকারের সমালোচনা করে বলেন তারা বারবার আমাদের কাদে বর করে ক্ষমতায় এসে আমাদের সাথেই বেইমানি করে।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি  মাওলানা জাকির হোসেন হিরু ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম