চাঁদপুরে স্বাস্থ্য বিভাগের মিলন মেলা

চাঁদপুর: বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে গত ৭ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক, এমটিইপিআই, পরিসংখ্যানবিদ, হিসাব রক্ষক, অফির সহকারীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর মৎস্য গবেষনা ইনস্টিটিউটে আনন্দঘন পরিবেশে র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএইচএএ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ নূরুল ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহারাস্তি উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ মাসুম বিল্লাহ। মিলনমেলায় সকাল ১১টা থেকে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে জুমার নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি দেয়া হয়। বিকেল ৪টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বশেষ বিকেল সোয়া ৫টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইচএএ চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সভাপতি মো. ওমর ফারক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রাজন কুমার দাস (উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা চাঁদপুর সদর), ডা. কেএম আব্দুল্লাহ আল মামুন (উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা হাইমচর), ডা. মুহাম্মাদ আসাদুজ্জামান জুয়েল (উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ফরিদগঞ্জ), ডা. আহমেদ তানভীর হাসান (উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা হাজীগঞ্জ), ডা. আকলিমা জাহান (উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা শাহারাস্তি), ডা. সোহেল রানা (উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা কচুয়া), ডা. মো. গোলাম রায়হান (উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মতলব দক্ষিণ), ডা. একেএম আবু সাঈদ (উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মতলব উত্তর), ডা. মালিহা পারভিন (সারভিলেন্স এন্ড ইমুরাইজেশন মেডিকেল অফিসার, চাঁদপুর), মুহাম্মদ আজিজুল ইসলাম (সবুজ) (ভারপ্রাপ্ত জেলা ইপিআই সুপারিনটেন্ট), প্রধান বক্তা বিএইচএএ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম, বিশেষ বক্তা বিএইচএএ চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ জসিমউদ্দীন। র‌্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

মিলন মেলা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ট (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ আজিজুল ইসলাম সবুজ, বিএইচএএ চাঁদপুর জেলার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মো. জসিমউদ্দীন, সাবেক সদস্য সচিব বিএম রোকনুল ইসলাম, কচুয়া উপজেলার সভাপতি গোলাম কিবরিয়া স্বপন, সাধারণ সম্পাদক মমতা সাইফুল ইসলাম, সদর উপজেলার সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আক্তার, আনসার উপজেলার সভাপতি মোঃ কোবির হোসেন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মতলব উত্তর উপজেলার সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মিজানুর রহমান কাজল, সাধারণ সম্পাদক আমদ খোরশেদ আলম, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ ইউসুফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, শাহরাস্তি উপজেলার সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মোঃ মাসুদ আলম, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, হাজীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মজুমদার, সদরের সাবেক সভাপতি আলমগীর কবির টুটুল, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, এমটিইপিআই আব্দুল্লাহ আল মামুন, এস এম শফিউল্লাহ, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম আব্দুল্লাহ ইউসুফ খান মতলব উত্তরের সবেক সাধারণ সম্পাদক অজিত কুমার সহ আরো অনেকে।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম