চাঁদপুরে স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম

চাঁদপুর : পূর্ব শত্রুতার জেরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. আয়াশ (১৮) কে অতর্কিতভাবে হামলা ও ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। হামলাকারীরা হচ্ছে আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার আয়াশ ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামের মৃত মনির মিজির ছেলে। বর্তমান ঠিকানা হচ্ছে শহরের নিউ ট্রাক রোড।

সন্ধ্যায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

খোঁজ নিয়ে জানাগেছে, পূর্ব শত্রুতার বিরোধ থাকায় আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ১০ থেকে ১২জন ছাত্র অতর্কিতভাবে আয়াশকে হামলা করে। এতে আয়াসের পিঠে এবং বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়। হাসান আলী স্কুলের ছাত্র রাহিম, মুন্না, নুরুসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮জন আয়াশকে আক্রমণ করার জন্য পরিকল্পনা করেছে বলে আহত আয়াশ জানায়।

এদিকে আয়াশ আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়। এই ঘটনার জেরে উভয় বিদ্যালয়ের সহপাঠীদের মাঝে পুনরায় মারামারি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

সদর মডেল থানার ওসি বলেন, এই ঘটনায় হামলার শিকার শিক্ষার্থী আয়াশের মা থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম