চাঁদপুর: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ২০৭ রানে জয়ী হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে চাঁদপুর স্টেডিয়ামে গনি মডেল উচ্চবিদ্যালয় ও আল আমিন স্কুল এন্ড কলেজের খেলার মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা হয়।
আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ৫ উইকেটে ২৯৩ রান করেন। সর্বোচ্চ ১৩৬ রান তুলেন শাফি। জবাবে গনি মডেল উচ্চ বিদ্যালয় ৩৬ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৮৬ রান তোলেন। আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন নাফি।
বিসিবির আয়োজনে এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহজোগিতায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তাফিজুর রহমান।
সাংবাদিক অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক মারজুক মুঈদ।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, বিসিবির চাঁদপুরের কোচ এবং জেলা ক্রিয়া সংস্থার সদস্য শামীম ফারুকী, সাবেক খেলোয়াড় ও আম্পায়ার এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদীন,সাবেক জাতীয় দলের ফুটবলার জাহাঙ্গীর গাজী, সাবেক ক্রিকেটার আলম।
আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের একাদশ : ইলিয়াছ আহমেদ, ফারদিন হোসেন, আফতাব খান, আবরার রশিদ সাফাত, সামিত বিন তমিজ, সাব্বির হোসেন, সানজিদ ইসলাম, শাহজালাল হোসেন ফিরোজ, তাজবীর হাসান রাহি, তাহমিদ হাসান, তৌসিফ তাকওয়া নাফি এবং মামুন।
গুনি মডেল উচ্চ বিদ্যালয়ের একাদশঃ আব্দুর রহমান,আব্দুর, তাহসান, সিয়াম, সাজিদ, এনথাল, মিরাজ, আবীর, মিশাল, রাফিন,তৌসিফ। খেলা পরিচালনা করেন আম্পায়ার সোলেমান ও হিমু।
উল্লেখ্য টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে চাঁদপুর জেলার ৪ শিক্ষা প্রতিষ্ঠান। হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, গনি মডেল উচ্চ বিদ্যালয় ও পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল।
ফম/এমএমএ/