
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে শতাধিক সুবিধা বঞ্চিত লোকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
রোববার (৩০ মার্চ) সকালে ৩নম্বর ওয়ার্ডে এসব ঈদ উপহার বিতরণ কার্যক্রম আয়োজন করে ইউনিয়ন জামায়াত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী ও চাঁদপুর-৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেক নেতাকর্মী নিজস্ব অর্থয়ানে এলাকার গরীব ও অসহায় লোকদের পাঁশে আছে এবং থাকবে।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর শহর জমায়াতের আমির এডভোকেট শাহজাহান খান ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদর উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি সুলতান মাহমুদসহ অন্যান্য নেতারা।
ফম/এমএমএ/