চাঁদপুর: চাঁদপুরে এই প্রথম সাড়ে ২৫ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুৎ সমিতি চাঁদপুর-২ এর কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। শহরের বাবুরহাট-পেন্নাই সড়কের রালদিয়া নামক স্থানে প্রায় আড়াই একর সম্পত্তির উপর এই কমপ্লেক্সটি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিজস্ব অর্থয়ানে নির্মাণ করা হয়েছে।
কমপ্লেক্সের মধ্যে অবকাঠামগুলো হচ্ছে ৩তলা অফিস ভবন, ২তলা রেষ্ট হাউস, ৪ ও ৬ তলা পৃথক দুটি আবাসিক ভবন, একটি স্টোর ইয়ার্ড, ২তলা আনসার, গাড়ীর গ্যারেজ ভবন, আভ্যন্তরীন সড়ক ও সীমানা প্রাচীর।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো বলেন, কমপ্লেক্স ভবনটি নির্মাণের জন্য কার্যাদেশ ইস্যু হয় ২০২০ সালের ১৩ জানুয়ারী। কাজ শুরু হয় ১৬ জানুয়ারী। সময়সীমা নির্ধারণ করা হয় ১৩ নভেম্বর পর্যন্ত। ভবনটি নির্মাণ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান টিভিইএএল-সিসি (জেবি) কোম্পানী।
তিনি আরো বলেন, আমাদের কার্যালয়ের আওতাধীন জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলা। ইতোমধ্যে মতলব উত্তর ছাড়া বাকী ৪ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। ৯২০ বর্গ কিলোমিটার আয়তনে ৭৪৭টি গ্রামে গ্রাহক রয়েছে ৪ লাখ ১৬ হাজার ৩৭৩জন। গ্রাহকদের মধ্যে আবাসিক ৩ লাখ ৭২হাজার ২৩জন। বাণিজ্যিক ৩৪ হাজার ৮৬৪জন, সেচ ৫৬৬জন এবং শিল্প ২হাজার ১২২ ও বৃহত্ত শিল্প ৪৮জন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নবনির্মিত এই কমপ্লেক্স ভবনটি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানাগেছে।
ফম/এমএমএ/