
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সরকারি কলেজে এসে শেষ হয়।
শোভযাত্রা উদ্বোধন পূর্বে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পহেলা বৈশাখ শুধুমাত্র নববর্ষ নয়, এটি আমাদের নিজস্ব সংস্কৃতি। এই দিনে আমরা জাতিসত্ত্বা ও নিজেদের সংস্কৃতি ফুটিয়ে তুলবো। অসম্প্রদায়িক চেতনা বেশি কোন দেশ যদি ধারণ করে, সেটি বাংলাদেশ। কারণ এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই অংশগ্রহণ রয়েছে। আর এটাই হচ্ছে আমাদের অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষণ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতের সঞ্চালনায় অতিথিদের বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এছাড়াও নববর্ষ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের নানা কর্মসূচির মধ্যে উল্লেখ্যযোগ্য আয়োজন হচ্ছে-ডাকাতিয়া নদীর তীর সংলগ্নে ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ এপ্রিল থেকে ৩০ পর্যন্ত চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বৈশাখী মেলা চলছে।