চাঁদপুরে সরকারি জায়গায় মালামাল রেখে ভবন নির্মাণ, ভোগান্তি

চাঁদপুর : চাঁদপুর শহরের চৌধুরী পাড়া এলাকায় (এসবি খাল সংলগ্ন) সরকারি জায়গায় মালামাল রেখে ৭ তলা ভবন নির্মাণ কাজ সম্পন্ন করে চলছেন মা বিতানের স্বত্তাধিকারী মোঃ শফিকুর রহমান। এত করে পথচারীরা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) দুপুরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু পথচারী ও স্থানীয় দোকানদার সাংবাদিকদের জানান, সরকারি জায়গায় মালামাল রেখে দীর্ঘদিন যাবৎ এভাবে অনেকেই কাজ করে আসছেন। তবে, বর্তমানে যে ৭ তলা বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পথে রয়েছে, সেটির সম্পূর্ন কাজ এই পৌরসভার জায়গায় মালামাল রেখেই দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তারা পৌরসভার কোনো অনুমতি ছাড়া।

কাজের দায়িত্বে থাকা মোঃ শফিকুর রহমানকে জানতে চাইলে তিনি বলেন, আমরা চাঁদপুর পৌরসভা থেকে কোনো অনুমতি নেইনি কাজের আগে। এখানে সবাই এই জায়গাটি ব্যাবহার করেন। তাই আমরাও কিছু মালামাল রেখে কাজ করছি।

তিনি আরো বলেন, এটি আমার বাড়ি না এবং কাজ আমরা না। আমার মেয়ের জামাইয়ের কাজ। তার কাছ থেকে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আমার জামাই মেজর মাসুদুর রহমান। বর্তমানে তিনি ঢাকা ক্যান্টনমেন্টে আছেন। আমি কাজ করতেছি সেটা তো আপনারা দেখতেই পারছেন। আপনারা যা লেখার লিখেন, তাতে আমার কোনো সমস্যা নেই।

এছাড়াও পথচারীরা অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,যেভাবে সরকারি জায়গায় মালামাল রেখে বাড়ি নির্মাণ কাজ করা হচ্ছে মেইন রোডের পাশে, যেকোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এছাড়াও স্থানীয় কিছু দোকানদার বলেন, আমার দীর্ঘদিন যাবৎ এই সমস্যা ভোগ করতেছি। একদিকে ধূলোবালি অন্যদিকে এসবি খাল ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে। দেখার যেন কেউ নেই। মাত্র কিছুদিন আগে এসবি খাল পরিস্কার করা হয়েছিল চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে। কিন্তু এর রক্ষণাবেক্ষণ কেউ করছেনা। যে যেভাবে পারছে, সে সেভাবে রাস্তার উপর মালামাল রেখে বাড়ির কাজ করছেন। এতে যেসকল ময়লা আবর্জনা হয়, তা সবই এই খালে গিয়ে পড়ে এবং খাল ভরাট হয়ে যাচ্ছে।

এই বিষয়ে আইনি প্রক্রিয়ায় ব্যাবস্থা নেওয়া সম্পর্কে জানতে চাইলে চাঁদপুর পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া সাথে কথা বললে তিনি জানান, আমি এই বিষয়ে আগামীকাল লোক পাঠাবো এবং বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে পারবো বলে জানান।

এসবি খাল রক্ষণাবেক্ষণ ও সরকারি জায়গায় অবৈধভাবে মালামাল রেখে বাড়ির নির্মাণ কাজ করা সম্পর্কে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি যেহেতু অবগত হয়েছি, আমি বিষয়টি দেখবো।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম