চাঁদপুর : চাঁদপুর সরকারি গাড়ীচালক সমিতির পক্ষ হতে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন এর মাধ্যমে প্রধান উপদেষ্ট বরাবর নয় দফা দাবি সম্মিলিত স্মারক লিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ অন্যান্য গাড়ীচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
৯ দফা দাবী হচ্ছে-১.বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে-কমিশন গঠন করতে হবে। পে-কমিশনে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি রাখতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। ২০১৫ সালে পে-স্কেলের গেজেটে প্রত্যাহারকৃত হেভী স্কেলসহ ০৩টি টাইম স্কেল, সিলেকশান গ্রেড পূর্ণ বহাল সহ বেতন জ্যোষ্ঠতা পূণঃ বহাল করতে হবে। পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ৪০% মহার্ঘ ভাতা প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের প্রদান করতে হবে
২. সরকারি গাড়িচালক পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা করতে হবে।
৩. সরকারি গাড়িচালক পদের নাম পরিবর্তন করে (এমটিও) মটর ট্রান্সপোর্ট অপারেটর নাম করন করতে হবে।
৪. সরকারি গাড়িচালক পদ টি ব্লক পোস্ট বাতিল পূর্বক পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
৫.সরকারি গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি সহজীকরণ করতে হবে।
৬. বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির কেন্দ্রীয় কার্যালয় ও ট্রের্নিং ইনস্টিটিউট ভবন সহ ঢাকায় স্থায়ী যায়গায় বরাদ্দ করতে হবে।
৭. সরকারি গাড়িচালকদের অধিকাল ভাতার ঘন্টা নিরূপন পদ্ধতি মহামান্য হাইকোর্টের গাড়িচালকদের ন্যায় করতে হবে।
৮. সরকারি গাড়িচালকদের ঝুঁকি ভাতা অথবা রেশন ব্যবস্থা চালু করতে হবে।
৯.আউটসোর্সিং, প্রথা বাতিল পূর্বক স্থায়ী সকল সরকারি গাড়িচালক শূণ্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান করতে হবে।
ফম/এস.পলাশ/এমএমএ/