
চাঁদপুর : চাঁদপুরে সরকারি খাল বালু দিয়ে ভরাট করে নির্মাণ কাজ করায় রনি গাজী নামের ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সদরের তরপুরচন্ডী চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁন।
স্থানীয়রা জানান, বিদ্যালয় সংলগ্ন সরকারি খাল দখল ও বালু দিয়ে ভরাট করে নির্মাণ কাজ করেন স্থানীয় বাসিন্দা রনি গাজী। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁন বলেন, অভিযুক্ত ব্যক্তি বালু উত্তোলন করে খালের পানি চলাচল স্বাভাবিক করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
তরপুরচন্ডী ইউনিয়ন ভূমি অফিসের (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা মোঃ নূরুল আলম চৌধুরী, ভূমি সহকারী কর্মকর্তা ইমাম হোসেন, চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুলসহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/