চাঁদপুরে সরকারি কর্মচারীর মৃত্যুজনিত কারনে অনুদানের ৮ লাখ টাকার চেক প্রদান

চাঁদপুর: চাঁদপুরে বেসামরিক প্রশাসনে চাকুরিরত সরকারি কর্মচারীর মৃত্যুজনিত কারনে আর্থিক অনুদান প্রদান শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় ১৩ মৃত কর্মচারীর মনোনীত নমিনির নিকট আট লক্ষ টাকা মূল্যের চেক প্রদান করা হয়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসব চেক তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন,  সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম