
চাঁদপুর: চাঁদপুর সদরের রামপুর এলাকায় সম্পত্তিগত বিরোধে প্রতিপক্ষের হামলায় দুদু গাজী (৭০) নামে কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকালে রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামে এই ঘটনা ঘটে।
দুদু গাজী ওই গ্রামের গাজী বাড়ীর মৃত সিরাজুল হক গাজীর ছেলে।
নিহতের ছেলে জাকির গাজী জানান, তাদের বাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে এবং আদালতে মামলা রয়েছে। আজ সকালে তাদের বাড়িতে তার মা এবং তার বাবা ছাড়া অন্য কেউ ছিল না। ওই সময় রওশন আলী নামক ব্যক্তির ওয়ারিশ হেলাল, রাসেল, ইকবাল, শাহজাহান ও শরীফুল ইসলাম সংঘবদ্ধ হয়ে বিরোধকৃত সম্পত্তির একটি ঘরে বৈদ্যুতিক মিটার লাগাতে আসে। তাদেরকে বাধা দিলে তারা সকলে মিলে তার বাবাকে বেদম মারধর করে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের সরকারি সার্জন ডক্টর মোঃ মনসুর আহমেদ কায়সার জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ কারণে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ মুহসীন আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ওই ব্যক্তির সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/