চাঁদপুর: চাঁদপুর থেকে কুমিল্লা, ফরিদগঞ্জ-রায়পুর, হাইমচর ও মতলব পর্যন্ত জেলা জুড়ে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষ করে নদী কেন্দ্রিক এলাকায় অবৈধভাবে জায়গা দখল করা হচ্ছে বালু ব্যবসা।
ইতোপূর্বে প্রায় দেড় বছর আগে চাঁদপুর থেকে বাবুরহাট পর্যন্ত গড়ে ওঠা ওইসব ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে কয়েক দিনের মাথায় সেইসব জায়গা ফের দখল করে নেয় একটি চক্র। দখলবাজদের দেখাদেখি অন্যান্য লোকজনও সওজের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করেছে।
সওজের জায়গার পাশে গড়ে ওঠা সমিলের জন্য রাখা কাঠ বিভিন্ন গাছের টুকরো রেখে যানবাহন ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসতে দেখা যাচ্ছে। এছাড়া আঞ্চলিক সড়কের পাশে বালু মহল তৈরী করে প্রকাশ্যে কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি সড়ক বিভাগকে।
একটি সূত্র জানায়, স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে স্থানীয় ভূমিদস্যু চক্রটি উচ্ছেদকৃত জায়গায় দোকানপাট নির্মাণ করতে সাহস পাচ্ছে। শুধু তাই নয়, সওজের কতিপয় অসাধু ব্যক্তির বিরুদ্ধে কোনো কোনো ক্ষেত্রে ফাইল গায়েবের কিংবা দখলদারদের দখলে সহযোগিতার অভিযোগও রয়েছে।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোশারফ হোসেন সড়ক ও জনপথের জায়গায় যেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সেগুলো পুনরায় দখল হয়ে গেছে বিষয়টি স্বীকার করে বলেন, আমরা ইতোমধ্যে অনেককে নোটিশ দিয়েছি। তাছাড়া সড়কের পাশে যারা সমিলের গাছ ও কাঠ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে তাদেরও নোটিশ দেওয়া হয়েছে।
ফম/এমএমএ/