চাঁদপুরে সড়কে বাইক উল্টে যুবক নিহত

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার গাছতলা এলাকায় সড়কে বাইক উল্টে গুরুতর আহত হয়ে মো. হাবিব (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জুন) বিকেলে বাগাদী চৌরাস্তা এলাকা থেকে চাঁদপুরে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

হাবিব সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম মুকবুলের ছেলে।

স্থানীয়রা জানায়, হাবিব কোরবানির জন্য চৌরাস্তা বাজার গরু কিনার জন্য আসে। কিন্তু গরু ক্রয় না করে চাঁদপুরে দ্রুত গতিতে চাঁদপুরে আসার পথে বৃষ্টির পানিতে ভেজা সড়কে গরুর গোবরের মধ্যে বাইকের চাকা পিছলে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাস তাকে রক্ষা করতে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। গুরুতর আহত হাবিবকে স্থানীয় লোকজন চাঁদপুর নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম