চাঁদপুরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সোমবার (১৮ অক্টোবর) সকালে চাঁদপুর স্টেডিয়াম সম্মুখে অস্থায়ী প্রতিকৃতিতে প্রথমেই পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশের পক্ষে পুরিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ পিপিএম (বার)।

এরপর পর্যায়ক্রমে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), কোস্টগার্ড চাঁদপুর স্টেশন, স্থানীয় সরকার পকৌশল অধিদপ্তর চাঁদপুর, জেলা পরিষদ চাঁদপুর, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর, মাদকদ্রব্য অধিদপ্তর চাঁদপুর, চাঁদপুর জেলা মৎস্য বিভাগ, বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুর, চাঁদপুর গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগ, মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউ চাঁদপুর, মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, চাঁদপুর, মৎস্য গবেষণা কেন্দ্র চাঁদপুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর, চাঁদপুর পৌরসভাসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম