চাঁদপুরে শুভ জন্মাষ্টমী নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ

চাঁদপুর: শুভ জন্মাষ্টমী-২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৩ অনুষ্ঠেয় শুভ জন্মাষ্টমী যথাযথভাবে উদযাপনের নিমিত্ত একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসার সঞ্চালনায় আরো বক্তব্য দেন পুজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এসময় চাঁদপুর জেলার সকল উপজেলা থেকে আগত পূজা উদযাপন কমিটির সম্মানিত প্রতিনিধিবর্গের মতামত গ্রহণ করা হয়। শুভ জন্মাষ্টমী নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রনয়ণ করা হয় বিভিন্ন পরিকল্পনা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম