
সহযোগী মোঃ কামরুল হাসান হৃদয়কে (২২) গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন শিলা খানমের স্বামী ইউসুফ আলী। মামলা দায়েরর পর মামলাটি পিবিআই তালিকাভুক্ত হয়। মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয় পিবিআই উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমানকে।
তিনি মামলাটি তদন্ত করার জন্য একটি বিশেষ টিম গঠন করেন। সেই টিম তথ্য প্রযুক্তি ব্যাবহার করে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে উত্তর মৈশাদি গ্রামের মজুমদার বাড়ি আজিজ মজুমদারের ছেলে প্রধান আসামী মোঃ রাজীব মজুমদার এবং অপর আসামী পাশের ইউনিয়ন আশিকাটির হাপানিয়া গ্রামের খান বাড়ীর মৃথ স্বপন খানের ছেলে মোঃ কামরুল হাসান হৃদয়কে সদর থানাধীন দাসদী গ্রামস্থ পাঠান বাড়ির মোঃ মাসুদ গাজী বাড়ীর বসত ঘর হতে গ্রেফতার করা হয়।
এসপি আরও বলেন, আসামীদের গ্রেফতারকালে ভিকটিম শীলা খানম (২৮) এর ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোনটি মূল আসামী মোঃ রাজিব মজুমদার এর নিকট হতে এবং আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন ও সীম কার্ড গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
প্রধান আসামী রাজীব মজুমদার এর সাথে শিলা খানমের প্রেমের সম্পর্ক ছিল। আজই আসামিদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানান এসপি।