চাঁদপুর : “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (২৯ জুলাই ) চাঁদপুর সদর উপজেলার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মো. মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার মৎস্য চাষীগণ।
অনুষ্ঠানে পুকুরে মাছের পোনা অবমুক্ত ও জেলার সফল ৮ জন মৎস্য চাষীকে পুরুস্কৃত করা হয়েছে।
ফম/এমএমএ/