চাঁদপুরে শাহ মাহমুদপুরে ১২২৭ জনের মাঝে বিজিএফ এর চাল বিতরণ

চাঁদপুর : চাঁদপুরের শাহমাহমুদ পুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরের বিশেষ উপহার হিসেবে বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) সকাল থেকে ইউনিয়ন পরিষদে ১০ কেজি হারে ১২২৭ জনের মাঝে এ চাল বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম এ কুদ্দুস রোকন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সকাল থেকেই এই ইউনিয়নবাসীর জন্যে ১০ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। এদিনে আমরা ইউনিয়নের ১২২৭ জনের মাঝে এ চাল বিতরণ করবো।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম এ কুদ্দুস রোকন, ট্যাগ অফিসার মোরসাল আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সস্পাদক কামাল মিজি, ইউপি মেম্বার মনিরুজ্জামান, ইব্রাহিম তপাদার, কবির হোসেন রনি, মুক্তা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম