
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার সীমান্ত এলাকা গৃদকালিন্দিয়া এবং বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত হাজীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, ফরিদগঞ্জের অভিযানে ৫৫ যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৫ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসময় ৩ গাড়ি জব্দ করা হয়। গাড়ি ও অবৈধ ৫ মোটর সাইকেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, হাজীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ডে ৫২ যানবাহন তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৬ মটর সাইকেল আরোহী ও ৪ ট্রাক চালকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই জব্দ করা হয় দুটি গাড়ি। গাড়ি দুটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।