চাঁদপুরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র মানববন্ধন

দ্রব্যমূল্যসহ বিভিন্ন প্রতিবাদে

চাঁদপুর:  “দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার অঙ্গীকার” এ স্লোগান কে ধারণ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ দলের অস্থায়ী কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চলমান গণআন্দোলন অবৈধ সংসদ বাতিল,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহগণতন্ত্র পুনরুদ্ধারে সকল রাজবন্দীর মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই মানববন্ধন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চাঁদপুর জেলা শাখা।
মানববন্ধনে অংশ নেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন খান, সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, চাঁদপুর সদর থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, চাঁদপুর পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, হাইমচর উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম