চাঁদপুরে লঞ্চঘাট থেকে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারী আটক

চাঁদপুর:  কুমিল্লা থেকে নৌপথে ঢাকায় নেয়ার সময় চাঁদপুর লঞ্চঘাট থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ নাজিম উদ্দিন (৩২), তার স্ত্রী ঝর্ণা আক্তার (২০) ও মো. সুজন (২০) নামে তিন মাদককারবারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে উঠার ঠিক আগ মুহুর্তে তাদেরকে আটক করে চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুলসহ সঙ্গীয় ফোর্স।

আটক মাদককারবারী নাজিম ঢাকা ডেমরার ঠুলঠিলা এলাকার দিন ইসলামের ছেলে, তার স্ত্রী ঝর্ণার বাড়ী শরীয়তপুর জেলার গোসাইরহাট চরজুশিগাঁও এলাকায় এবং মো. সুজন কুমিল্লা সদর দক্ষিণের রামপুর এলাকার শরীফ মিয়ার ছেলে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। ওই সময় তাদের সঙ্গে থাকা দুটি কাপড়েরর ব্যাগ তল্লাশি করে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার বলেন, জব্দকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ১ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

তিনি বলেন, নৌ থানা পুলিশ এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১২টার দিকে লঞ্চঘাটে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ নাঈম সর্দার (২২) নামে যুবককে আটক করে। তার বাড়ী পটুয়াখালী জেলার চালিতা বানিয়া মাতারবুনিয়া গ্রামে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্তণ আইনে মামলা হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম