চাঁদপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ.এস.এম. মোসা, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা খাদ্যদ্রব্যে ভেজাল রোধ এবং ভোক্তা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার উপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে বিবেচনাপ্রসূত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।
ফম/এমএমএ/