চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই দালাল আটক

চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন সংক্রান্ত তথ্য হালনাগাদ কার্যক্রম চলাকলে দুই দালালকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্থের বিনিময়ে কাজ করার সময় এই দুই দালাকে আটক করে যৌথ বাহিনী।

আটকরা হলেন-ওই এলাকার মো. হাসান (৩১) ও মো. নাজমুল (২৪)। ওই সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৩৫৫টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, দুপুরে ওই বিদ্যালয়ের মাঠে জাতীয় পরিচয় পত্রের নিবন্ধন সংক্রান্ত তথ্য হালনাগাদ কাজ চলমান ছিল। ঘটনাস্থলে অর্থের বিনিময়ে কাজ করার অভিযোগে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার ব্যাক্তিদের থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম