চাঁদপুর : চাঁদপুর সদরে যৌথ বাহিনীর অভিযানে মো. আলম মিয়া (৫২), মো. তহিদ হোসেন (২২), নাঈম মজুমদার (১৯), বাহাদুর (৩৭) ও আরিফুল (২২) নামে ৫ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দিনগত রাত ও শুক্রবার (২৩ মে) পৃথক অভিযানে সদরের বাস স্ট্যান্ড ও মতলব দক্ষিণ থেকে এসব মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, ২৩ মে ৪টার দিকে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে মাদক বিরোধী অভিযান
পরিচালনা করা হয়। এ সময় মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর বাজার হতে মাদক কারবারি আলম, তহিদ ও নাঈমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার দিনগত রাতে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে মাদক কারবারি বাহাদুর ও আরিফুলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রাী এবং গ্রেপ্তার ব্যাক্তিদের সদর ও মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ফম/এমএমএ/