চাঁদপুর : চাঁদপুর সদরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে ৪ মাদক কারবারি ও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে সদরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দুই ছিনতকাইকারী এবং পুরান বাজার এলাকা থেকে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে শহরের পুরান বাজার মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাসেল (৩৬), আরিফ (২৭), মাসুদ (৩০) ও মোজাফফর মিয়া (৩৫) নামে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা।
অপরদিকে একই রাত সোয়া ১২টার দিকে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের পাসপোর্ট অফিসের সামনে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই কালে গ্রেপ্তার করা হয় আল-আমিন (৩৫) ও হেলাল (৩২) কে গ্রেপ্তার করা হয়।
উভয় অভিযানে গ্রেপ্তার ৬ আসামীকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ফম/এমএমএ/