চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুর সদর ও কচুয়াতে অভিযান পরিচালনা করে ৫ মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবা ট্যাবলটসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার (৫ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে  জানাগেছে, আজ ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার বহরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজলার বহরিয়া থেকে তালিকাভুক্ত মাদক কারবারি শাহজাহান গাজী (৫৫), জয়েল গাজী (২৯) ও পারভেজ গাজী (২৪) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও কচুয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার কড়াই এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি মো. সোহেল মিয়া (২৮) ও পরশ চন্দ্র দাস (৩৪) কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধার মাদক ও গ্রেপ্তার ব্যাক্তিদের সদর এবং কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম