
চাঁদপুর: যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ” মৎস্য চাষ (এক মাস) বাটিক ও ব্লক প্রিন্টিং (১সপ্তাহ) বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
প্রশিক্ষণটি আত্নকর্মসংস্থান তৈরিতে যুবকদের উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গতিশীলতা তৈরি করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
অনুষ্ঠানেঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
ফম/এমএমএ/