চাঁদপুর: শেখ ফজলুল হক মনি’র ৮৩ তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে চাঁদপুর জেলা যুবলীগ।
শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়ার সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারী ও যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুলের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, ঝন্টু দাস, সদস্য মাইনুল হায়দার চৌধুরী, আব্দুল গনি গাজী, নজরুল ইসলাম বাদল, কাউন্সিলর ইউনুস সোহেব, জিয়াউল আমিন দিপু, ফারুক হোসেন, ওয়াহিদুর রহমান বাবু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারীসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মাও. আবু জাফর।
ফম/এমএমএ/