চাঁদপুর : চাঁদপুর মেঘনা মোহনা এলাকায় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে ২০০ কেজি (৫মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এই তথ্য জানানো হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট তারেক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টহল দল শহরের পুরান বাজার সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দুটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে আনুমানিক ২০০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়।
পরবর্তীতে দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।
ফম/এমএমএ/