চাঁদপুর : জাতীয় উপদেষ্টা পরিষদের প্রস্তাবনায় সংস্কারের লক্ষে কমিশন গঠন ও মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধকালীন কমান্ডার ফোরাম কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনব্যাপি চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রব সংস্কারের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সংস্কারের বিষয়গুলো হচ্ছে:
সংস্কারের সার্থে শ্রেণি বিন্যাস করতে হবে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর থেকে স্বাধীনতার ৫৩ বছরে অদ্যাবদি মুক্তিযোদ্ধাদের তালিকা এখন চলমান তা সংস্কার। কমশিন গঠন করে মুক্তিযোদ্ধাদের তালিকা চুড়ান্তকরণ।
মুক্তিযোদ্ধা ৫৩ বছরের চলমান অবস্থায় মুক্তিযোদ্ধা তালিকার ক্ষেত্রে যে অনিয়য় ও দুর্নীতি করেছে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধিদপ্তরের দুটি শাখা মুক্তিযোদ্ধাদের তালিকা প্রনয়ন করে ও মুক্তিযোদ্ধা নামীয় সংগঠন দাপ্তরিক কর্মকান্ড স্থগিত করে কমিশন গঠন।
মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ২০০৫ সাল থেকে চলমান সময় পর্যন্ত যাচাই বাছাই স্থগিত করে কমিশন গঠন করা।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকাকে স্থগিত করে মুক্তিযোদ্ধা সংসদ পূর্নগঠন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণমূখি কাজে সংস্কার।
মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা ও অবদান শ্রেণি বিন্যাস করে ইতিহাসকে সমন্বত করার সংস্কার-মুক্তিযুদ্ধে সশস্ত্র যোদ্ধা যারা তাদেরকে জাতীয় বীর ঘোষনা করা এবং ন্যাশনাল গার্ডের ভূমিকায় অতন্দ্র প্রহরীর কাজ করা। বীর মুক্তিযোদ্ধারা (যারা ভারতে প্রশিক্ষণ নিয়েছে, যারা নঙ্গর খানায় কাজ করেছে, যারা সশস্ত্রভাবে অংশগ্রণ করেছেন।)
বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন মজুমদার, মো. আবুল বাশার, ড. কাজী আবুল হাসেম, অজিত সাহা, নৌ কমান্ডো বাচ্চু মিয়া পাটওয়ারী, শহীদউল্যা ভূঁইয়া, আইয়ুব আলী ঢালী, মতলব দক্ষিণের মো. বশির উল্যা, মোস্তফা কামাল, সদর উপজেলার আইয়ুব আলী ঢালী ও হাফিজ আহমেদ।
ফম/এমএমএ/