চাঁদপুরে মাসে গড়ে ৩০টি আত্মহত্যার ঘটনা ঘটছে

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, জেলায় গত মাসে তেমন কোন ঘটনা না ঘটলেও এমাসে দুটি মার্ডারের ঘটনা ঘটছে। একটি মৈশাদী ও অপরটি হাজীগঞ্জে। মৈশাদীর ঘটনায় ইতিমধ্যে আসামীদের আটক করা হয়েছে। হাজীগঞ্জের মার্ডারটি স্থানীয় একটি সমস্যা। অনেকেই এটিকে অন্যভাবে প্রবাহিত করতে চাচ্ছে। আসলে তা নয়। এটি একটি বিক্ষিপ্ত ঘটনা। এটিতে অন্যকোন বিষয় নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এ মাসে ভোরে শহরের একটি স্বর্নের দোকানে চুরি হয়েছে। অচিরেই এ মামলার আসামীদের দরতে সক্ষম হবো। গড়ে খুন হচ্ছে চাঁদপুরে মাসে দুইটি অথচ মাসে গড়ে ৩০ টির মত আত্মহত্যার ঘটনা ঘটছে। আত্মহত্যা কোন সমাধান নয়। এই বিষয়ে সচেতনাতমূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিন এসব কথা বলেন।

কিশোর গ্যাং নিয়ে বলেন, আমরা কিশোর গ্যাংদের অবস্থানের ছবি তুলে আনছি। কারণ কিশোর গ্যাংদের ধরে আনলে যেন তাদের অভিভাবকদের দেখানোর জন্যে। অনেক সময় অভিভাবকরা পুলিশদেরই অপবাদ দেয়। এক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে হবে।

সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. রনজিত রায় চৌধুরী, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলম।

আলোচনা সভার শুরুতে আলোচ্য বিষয় নিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) এ এস এম মোসা। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম