চাঁদপুর: চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোড থেকে ২ কেজি গাঁজাসহ আটক মো. শাহাদাত হোসেন (১৮) নামে মাদক বিক্রেতাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা জজ) মো. আবদুল হান্নান এই রায় দেন।
সাজাপ্রাপ্ত শাহাদাত হোসেন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিনোদপুর ইউনিয়নের রসুনচক (পিরানপাড়া) গ্রামের মো. নাজমুল হকের ছেলে।
মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০২২ সালের ১১ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে শহরের স্বর্ণখোলা রোড এলাকা থেকে সাজাপ্রাপ্ত শাহাদাতসহ আরও ২জন গ্রেপ্তার হয়। তাদের মধ্যে সুশীল চন্দ্র দাস ও পাবেল এর কাছ থেকে ৬ কেজি গাজা উদ্ধারসহ মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর আদালতে মামলা করেন। এর মধ্যে শাহাদাত হোসেন গ্রেপ্তারের সময় বয়স কম হওয়ার তার মামলাটি শিশু আদালতে প্রেরণ করা হয়।
মামলাটি তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন ২০২২ সালের ২৫ মার্চ আদালতে চার্জশীট দাখিল করেন। মামলাটি চলমান অবস্থায় আদালত ৬জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। মামলা চলমান অবস্থায় আসামী সাখাওয়াত জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, মামলার সাক্ষ্য প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা এবং আসামীর অপরাধ প্রমানিত হওয়ায় বিচারক এই রায় দেন। তবে রায়ের সময় আসামী অনপুস্থিত ছিলেন।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মজুমদার।
ফম/এমএমএ/চৌইই/