চাঁদপুর : চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় লিটন সরকার ওরফে হোমিও লিটনকে দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (২) এর বিচারক মোরশেদুল আলম এই রায় দেন।
সাজাপ্রাপ্ত লিটন সরকার চাঁদপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পুরানবাজার মধ্য শ্রীরামদি এলাকার দেওয়ান বাড়ির মৃত রুহুল আমিন সরকারের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেন সরকার পক্ষের আইনজীবী (এপিপি) এম এ হালিম পাটওয়ারী।
ফম/এমএমএ/