চাঁদপুরে মাদক কারবারির দুই বছরের কারাদন্ড

চাঁদপুর: শরীয়তপুরের নড়িয়া থানা এলাকার মাদক কারবারি হাবিবুর রহমানকে ২ বছরের সাজা প্রদান করেছেন আদালত। নড়িয়া থানার মাদবরবাড়ী এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে হাবিবুর রহমান। 

বৃহস্পতিবার (৬ মার্চ)   দুপুরে রায় দেন চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইয়াছিন আরাফাত।

আসামীর উপস্থিতিতে রায় দেওয়া হয়।মামলায় ৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

মামলার সূত্রে জানা যায়  ২০২৩ সালের ১৩ জুলাই চাঁদপুর শাহ মাহমুদপুর  এলাকার  ঘোষেরহাট এলাকায় বোগদাদ বাসে অভিযান চালিয়ে হাবিবুর রহমানের কাছ থেকে ৩ কেজি গাজা উদ্ধার করা হয়।  একই বছরে ৮ আগস্ট মামলা তদন্তকারী কর্মকর্তা মাজারুল হক মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি অ্যাড. তৌহিদুল ইসলাম তরুণ ও অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম। আসামির পক্ষে ছিলেন অ্যাড. সানজিদ হাসান সানি ।

ফম/এমএমএ/

আদালত করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম