চাঁদপুরে মাদকসেবীর কারাদন্ড

চাঁদপুর: চাঁদপুর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মো. রফিকুল ইসলাম (৫৫) নামে মাদকসেবী ব্যাক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।

রাতে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ফেসবুক পেজে এসব তথ্য প্রকাশ করে।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, পরিদর্শক তাজুল ইসলাম এর সমন্বয়ে গঠিত রেইডিং টীম শহরের হাজী মহসীন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় গাঁজাসহ হাজী মহসীন রোড এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পরিদর্শক মো: তাজুল ইসলাম প্রসিকিউসন রিপোর্ট দাখিল করলে ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং জেল হাজতে প্রেরণ করে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম