চাঁদপুরে মাদকসহ বিভিন্ন মামলার ৩৪ আসামী গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর জেলা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযান এবং বিভিন্ন মামলার আসামীসহ ৩৪জন আসামী গ্রেফতার হয়েছে।

সোমবার (২৭ মার্চ) গ্রেফতারকৃত আসামীদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করেছে স্ব স্ব থানা পুলিশ। এর আগে গত ২৪ ঘন্টায় চাঁদপুর সদর মডেল থানা, হাজীগঞ্জ থানা, হাইমচর থানাসহ অন্যান্য থানা পুলিশ অভিযান চালিয়ে এসব আসামীদেরকে গ্রেফতার করেন।

চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানাগেছে, সোমবার তথ্য প্রকাশের পূর্ব পর্যন্ত চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয় ৪ জন, পরোয়ানা মূলে গ্রেফতার ১৬ জন, সাজা পরোয়ানামূলে গ্রেফতার ১ জন এবং অন্যান্য মামলায় গ্রেফতার ১৩ জনসহ সর্বমোট ৩৪ জন আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম