চাঁদপুরে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চাঁদপুর : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

ডিসি বলেন, ১৯ ফেব্রুয়ারি রাত থেকে শহিদ মিনারের প্রাঙ্গণ ও তার সামনের রাস্তায় আল্পনায় সুসজ্জিত করা হবে। ২০ তারিখ রাতে সকল সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে জাগরণী অনুষ্ঠিত হবে। শহিদ মিনার গেইটের সামনে থেকে জুতা খুলে প্রবেশ করবে সবাই। ১১ তারিখ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হবে। বইমেলায় ঢাকাতে যেসব বই ২১ চেতনা সম্বলিত উঠেছে সেগুলো মেলাতে আনতে বলা হবে।

প্রতিটি বিদ্যালয়ে অন্তত সপ্তাহে ১/২ দিন ২১ বিষয়ক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করানো হবে। সকলের মধ্যে সবসময়ই যেন দেশপ্রম থাকে তারজন্যে চেষ্টা করবো। যথাযোগ্য মর্যাদায় সকলে মিলে এ দিবসটি পালন করবো।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি সাহাদাত হোসেন শান্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যক্ষ ইকবাল রহমান, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য শহিদ পাটোয়ারী, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী, জেলা স্কাউটস এর সম্পাদক অজয় ভৌমিক, এক্স ক্যাডেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমূখ।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম