
চাঁদপুর : নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবীতে ডাকা ধর্মঘট প্রত্যাহারের দুইদিন পরে মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর থেকেই চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা, নারায়নগঞ্জসহ সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হবে।
সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় চাঁদপুরের বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকেলে রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সরকার, মালিক-শ্রমিকনেতাদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। কিন্তু ওই সময়ে চাঁদপুর লঞ্চঘাটে কোন লঞ্চই ছিলনা। এমনকি কোন যাত্রীও পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, আমরা সন্ধ্যার পরে লঞ্চঘাটে মাইকিং করেছি মঙ্গলবার ভোর থেকে সিডিউলের লঞ্চগুলো চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। লঞ্চ মালিক পক্ষের সাথেও যোগাযোগ হয়েছে।
এর আগে রোববার (২৭ নভেম্বর) ভোর ৬টা থেকে নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ হয়।
এদিকে দুপুরে লঞ্চঘাটে গিয়ে দেখাগেছে কোন লঞ্চই ঘাটে নেই। কয়েকজন শ্রমিক অবসর বসে আছেন। শ্রমিকরা জানান, রোববার দিনগত রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে আসা মেঘনা এক্সপ্রেসের যাত্রীরা ঘাটে আসে। পরে লঞ্চ বন্ধ থাকায় চাঁদপুর-শরীয়তপুরের হরিণা ফেরিঘাটে চলে যায়।
লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে আসা যাত্রী রাজিব হোসেন বলেন, আমি জানতামই না লঞ্চ বন্ধ। ঘাটে এসে দেখি কোন লঞ্চ নেই। এখন বিকল্প পথে যাওয়া ছাড়া আর উপায় নেই।
ফম/এমএমএ/